সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় অপহৃত চার কাঠুরিয়াকে মুক্তি দিলেন সন্ত্রসীরা
রুমায় অপহৃত চার কাঠুরিয়াকে মুক্তি দিলেন সন্ত্রসীরা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে অপহৃত চার কাঠুরিয়াকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গতকাল রবিবার রাতে তাদের সেনাবাহিনীর রুমা জোনের সদস্যরা পান্তলাপাড়ার কাছে সাঙ্গু নদী কাছে বাছা ডেউপাড়া এলাকার একটি পাহাড় থেকে উদ্ধার করেন।
অপহৃত কাঠুরিয়ারা হলেন : বান্দরবান শহরের বালাঘাটা এলাকার শ্রমিক মো. নুরুল আলম (৪৫), কক্সবাজার জেলার চকরিয়ার টইটংয়ের মো. জমির হোসেন (৪৩), চট্টগ্রামের চন্দনাইশের আহম্মদ কবির (৪৫) ও মো. আরসার আলী (৩২)।
অপহৃত চার কাঠুরিয়াকে সেনাবাহিনীর রুমা জোনে এনে জিজ্ঞাসাবাদ চলছে।
অপহরণের পর আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। গত শুক্রবার দুপুরে তাদের অপহরণ করা হয়। উদ্ধারকৃতরা সবাই সুস্থ রয়েছেন বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।
সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ নেওয়াজ সিএইচটি মিডিয়া প্রতিনিধকে বলেন, গত শুক্রবার চার কাঠুরিয়াকে অপহরণের পর সেনাবাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। গতকাল রবিবার অভিযান আরো বেশী জোরদার করা হলে সন্ত্রাসীরা চার কাঠুরিয়াকে পান্তলাপাড়া থেকে প্রায় চার কিলোমিটার দূরে বাছা ডেউপাড়ার কাছে পাহাড়ে ছেড়ে দেন। পরো অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর রুমা জোনের অফিসার ক্যাপ্টেন আফতাব।