সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হাত পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় মায়ের জানাজায় বিএনপি নেতা যত্ন
হাত পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় মায়ের জানাজায় বিএনপি নেতা যত্ন
বান্দরবান প্রতিনিধি :: প্যারোলে ৩ ঘন্টার জন্য মুক্তি পেয়ে মায়ের জানাজায় শরিক হলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট কাজি মুহিতুল হোসেন যত্ন। তবে হাত পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায়। আজ সোমবার সকালে যত্নকে কারাগার থেকে শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে তার মায়ের জানাজায় নিয়ে আসে স্থানীয় পুলিশ।
গতকাল রবিবার তার মা শহরের বালাঘাটাস্থ নিজ বাসায় ৮২ বছর বয়েসে মারা যান।
মায়ের জানাজায় অংশ নিতে কাজি মহিতুল হোসেন যত্নকে ৩ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। তিনি জানাজায় ডান্ডা বেড়ি পরা অবস্থায় অংশ নেন। তবে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নেয়ার এ দৃশ্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে প্রতিক্রিয়ার সৃস্টি হয়। তবে বিকেলে তার জামিন হয়েছে বলে জানান বিএনপির নেতারা। বান্দরবান কারাগারের জেলার দিদারুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান নিরাপত্তার জন্য পুুলিশের নির্দেশেই কাজি মুহিতুল হোসেন যত্নকে ডান্ডা বেড়ি পরিয়ে জানাজায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় বান্দরবান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজি মুহিতুল হোসেন যত্নকে গত ৬ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বারকক্ষ থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেন। এর আগে সকাল ১০টা থেকে বারকক্ষের ভেতরে পুলিশ ও গোয়েন্দা সদস্যদের হাতে অবরুদ্ধ ছিলেন।
পরে বিকেলে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিলে পরের দিন সোমবার (৭ জানুয়ারী) সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তার জামিন নামনজুর করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগ এনে স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজুল হক বাদী হয়ে ৭১ জনকে আসামি করে লামা থানায় দ্রুত বিচার অইনে মামলা করেন। এ মামলায় আসামি করা হয় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজি মুহিতুল হোসেন যত্ন, সাবেক যুবদল সভাপতি মশিউর রহমানসহ ৭১ জনকে সোমবার সকালে আমরা মামলার আসামি অ্যাডভোকেট কাজি মুহিতুল হোসেন যত্নকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কিনা সে ব্যাপারে জানিনা।
গ্রেফতারের আগে অবরুদ্ধ থাকা অবস্তায় মুঠোফোনে কাজি মুহিতুল হোসেন যত্ন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নির্বাচনের সময়ে আমি বান্দরবান জেলা সদরেই ছিলাম ঘটনার ব্যাপারে আমি কিছু জানিনা। তিনি দাবি করে বলেন, তাকে হয়রানি করতে ফাঁসিয়াখালীর ঘটনায় আসামি করা হয়েছে। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার অপর ৩টি মামলায় ১১৩ জন নেতা-কর্মী-সমর্থক আদালত থেকে জামিন পেয়েছেন। ওই তিন মামলার মধ্যে উপজেলার চাকঢালা ও বাইশারীতে এলাকায় আওয়ামী লীগের অফিস পুড়ানো ও ঘুনধুমে হামলার ঘটনা ছিল।