মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপহরণের ৪ দিন পর ময়মনসিংহ থেকে শিশু উদ্ধার : আটক-৭
অপহরণের ৪ দিন পর ময়মনসিংহ থেকে শিশু উদ্ধার : আটক-৭
ময়মনসিংহ প্রতিনিধি :: অপহরণের চারদিন পর ১৩ বছরের শিশু জিতু মিয়াকে ময়মনসিংহ সদর উপজেলার কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন বিসিএস কনফিডেন্স হল রুমের ভেতর থেকে উদ্ধার করেছে র্যাব।এসময় ঘটনার সাথে জড়িত থাকায় সাত অপহরণকারীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি কলেজ সংলগ্ন বিসিএস কনফিডেন্স হলরুমের ভেতর থেকে অপহৃত জিতু মিয়াকে উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এর দেয়া তথ্যে জানা গেছে, জানান, ময়মনসিংহের বাসিন্দা চাঁন মিয়া ওরফে কালু মিয়া ৫/৬ মাস যাবত শিশু জিতুদের বাড়িতে গৃহস্থালির কাজ করে আসছিল। মাত্র ৩ শ’ টাকা লেনদেন নিয়ে জিতুর পরিবারের সাথে চাঁন মিয়ার মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে চাঁন মিয়া ওই শিশু জিতুকে ফুসলিয়ে গত ২৫ জানুয়ারি আখাউড়া উপজেলার খরমপুর মাজার এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে জুসের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে জিতুকে সিএনজি’তে করে ময়মনসিংহে নিয়ে যায়।
তিনি আরো জানান, অপহরণের দুইদিন পর জিতুর বাবা আল আমিনের মোবাইল ফোনে কল দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পাশাপাশি জিতুর পরিবারকে জানানো হয়, টাকা নিয়ে আসলে কিশোরগঞ্জের ভৈরব দূর্জয় মোড় থেকে এগিয়ে নিয়ে যাবে তারা। জিতুর পরিবার বিষয়টি অবহিত করেন র্যাবকে। কথা অনুযায়ী অপহরণকারীরা জিতুর পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা নিতে আসলে সোমবার রাতে ভৈরব মোড় থেকে র্যাব আটক করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরের মৃত আবদুল কুদ্দসের ছেলে মোঃ লোকমান (৪০) ও একই এলাকার তনজু খাদেমের ছেলে মো. ফুরকান খাদেম (৩০)কে। পরে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের দেওয়া তথ্যমতে আজ মঙ্গলবার ভোরে জিতুর পরিবারের সাথে ছদ্মবেশে র্যাবের দল গিয়ে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার বিসিএস কনফিডেন্স হলরুম থেকে উদ্ধার করে জিতুকে। এসময় আরও পাঁচ অপহরণকারী ময়মনসিংহের বাসিন্দা চাঁন মিয়া ওরফে কালো মিয়া (৩২), আজিজুল হাকিম (২২), খায়রুল ইসলাম ওরফে ইমন (২২), মো. এরশাদ আলী (২৫)কে আটক করা হয়।
এ ঘটনায় জড়িত অপহরণকারীদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে এরং এ ব্যাপারে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।