বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বিশ্বনাথে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বিশঘর, আনরপু ‘প্রগতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ ৩০ জানুয়ারী (বুধবার) দুপুরে বিদ্যালয়ের হল রুমে, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এবাদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন কুদ্দুছ, শেখ মোশাহিদ আলী, সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহেদা বেগম, সোহেল রানা। বিদায়ী অনুষ্টানে বক্তারা বলেন বিগত দিনেও আমাদের বিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন হয়েছিল, এবারো ভালো ফলাফল হবে আমরা আশাবাদি। ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বক্তারা আরো বলেন তোমাদের মেদা ও মন মানশিকতাকে কাজে লাগিয়ে পরিক্ষার ফলাফলে উত্তীর্ণ হতে হবে। অনুষ্টানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহিন আহমদ মারুফ, তানজিনা বেগম, রিমা বেগম, খাদিজা বেগম, বিলকিছ বেগম প্রমুখ। অনুষ্টান পূর্বে কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলী রাহি, মিলাদ ও দোয়া পরিচালনা করেন আনরপুর জামে জসজিদের সানি ঈমাম হাফিজ সামছুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফ, কমর উদ্দিন, গিয়াস উদ্দিন, রফিক আলী, আবু বক্কও সিদ্দিক টিপু, ক্বারী সামছুর রহমান, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক রুকুনুজ্জামান টিটু, আব্দুল কবির, মহি উদ্দিন মানিক, আবু হানিফ, আসমা বেগম, একাডেমির শিক্ষক আবুল কালাম শামিম, ইসমাইল হোসেন, রেখা বেগম, রহিমা বেগম।