বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোটরসাইকেল চালক হত্যা মামলার মূলহোতাকে পূর্বধলা থেকে গ্রেফতার
মোটরসাইকেল চালক হত্যা মামলার মূলহোতাকে পূর্বধলা থেকে গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান গোলাপ হত্যা মামলার মূলহোতা ইমরান মিয়া (২৩)কে নেত্রকোণার পূর্বধলা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঘটনার এক সপ্তাহের মধ্যে মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে নেত্রকোণার পূর্বধলা থেকে এ ঘটনার মূলহোতা ইমরানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নেত্রকোনা জেলার পূর্বধলার সোহাগীহদর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল কালামের একমাত্র ছেলে মেহেদী হাসান গোলাপ (২৮)। তিনি ভাড়ায় মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে সংসার চালাতেন। ঘটনার কিছুদিন আগে তিনি একটি নতুন মোটরসাইকেল কেনেছিলেন।
গত ২৩ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় পূর্বধলার হুগলা বাজার থেকে দুইজন যাত্রী তারাকান্দা যাওয়ার কথা বলে তার মোটরসাইকেলে ওঠেন। তারা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চিক বিল নামক হাওর এলাকার মাঝখানে যাওয়ার পর মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাপ তাতে বাঁধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করলে গোলাপ চিৎকার করেন। এতে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই গোলাপের মত্যু হয়।
এ ঘটনায় তারাকান্দা থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে ওই মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার ওপর দেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
এক সপ্তাহের মধ্যে মামলার রহস্য উদঘাটন করে মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে নেত্রকোণার পূর্বধলা থেকে এ ঘটনার মূলহোতা ইমরানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে সে এ হত্যাকান্ডের জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইমরান জানায়, নিহত গোলাপের নতুন মোটরসাইকেলটি ছিনতাই করার জন্য তাদের পূর্ব পরিকল্পনা ছিলো।
পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ছুরি এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয় বলে আরও জানান ওই ডিবি পুলিশের কর্মকর্তা।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ