বৃহস্পতিবার ● ৩১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে গিয়ে ছেলেসহ দম্পতি নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে গিয়ে ছেলেসহ দম্পতি নিহত
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের সদর উপজেলার আলালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে ছেলেসহ দম্পতি নিহত
ও তিনজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার আলালপুর গ্রামের ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহতরা হলেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এয়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫) ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
এ দূর্ঘটনায় আহতরা হলেন হামিদ মেম্বারের ছেলে নুরুদ্দিন (২৭), মেয়ে ফাতেমা আক্তার (২২) ও প্রাাইভেটকারচালক। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, হামিদ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ময়মনসিংহ-শেরপুর সড়ক হয়ে প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে আলালপুরে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে দম্পতি ও তাদের ছেলেসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় তাদের দুই ছেলে, মেয়ে ও প্রাইভেটকারচালকসহ তিন আহত হয়েছেন। পরে আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।