বৃহস্পতিবার ● ৩১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » হাইকোর্টের আদেশে চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন স্থগিত
হাইকোর্টের আদেশে চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন স্থগিত
রাজীব চক্রবর্তী, চট্টগ্রাম প্রতিনিধি :: আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্ট স্থগিত করেছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল নির্বাচনী কার্যক্রম। হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গত মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। অ্যাডভোকেট মো.ওজিউল্লাহ ও মো. খলিলুর রহমান (হেলাল) আদালতে রিটের পক্ষে শুনানি করেন।তার সঙ্গে ছিলেন নুরুল করিম বিপ্লব।
এ বিষয়ে রিটকারীর আইনজীবী জানান, চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা ১৯৮৫ সালের গঠনতন্ত্র বাদ দিয়ে নিয়ম ভঙ্গ করে ২০১৭ সালে নতুন গঠনতন্ত্র করেন। এই গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে হাইকোর্ট চট্টগ্রাম প্রেসক্লাবের সকল নির্বাচনী কার্যক্রম আগামী ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত করার আদেশ দেন।
গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রিটকারীর আইনজীবী আরও জানান, সাংবাদিক হাসান ফেরদৌস চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন গঠনতন্ত্রকে চ্যালেঞ্জ করে চলতি মাসের ১৫ তারিখ বিচারিক আদালতে মামলা করেন ।
পুনরায় তিনি প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে আদালতে একটি আবেদন করেন ১৬ জানুয়ারি । বিচারিক আদালত নির্বাচন স্থগিত না করে পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। মামলার বাদী আবার হাইকোর্টে একটি সিভিল রিভিশন মোকদ্দমা দায়ের করে গত ২৭ জানুয়ারি। হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে এই আবেদনের শুনানিতে।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটি এই তথ্য জানায়। এদিকে গত বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক মুলতুবি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভায় কি সিদ্ধান্ত হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। সিদ্ধান্তের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ ‘ভাই পরে’ বলে সংযোগ কেটে দেন।
এদিকে রিটকারী সাংবাদিক হাসান ফেরদৌসের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,এটা সম্পূর্ণ আদালতের বিষয়,আমার কোন মন্তব্য করা ঠিক হবে না।তবে মুলতবি সভার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন,এখনো দফায় দফায় বৈঠক চলছে।কোন সিদ্ধান্ত বা সমাধান এখনো পর্যন্ত হয়নি।