শুক্রবার ● ১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জনের ওপর হাইকোর্টের রুল
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জনের ওপর হাইকোর্টের রুল
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিনের বেতন ৩বছর ধরে বন্ধ রয়েছে।
তার বকেয়া সম্মানী ভাতা কেন দেওয়া হবে না, তার কারণ দর্শানোর জন্য আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জনের ওপর রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন ২০১৫ সালের আগস্ট মাস থেকে তার নামের বরাদ্দ বেতন ভাতা না পেয়ে হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নামজুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদের এর বেঞ্চে গত ১৩ জানুয়ারি (২০১৯) দীর্ঘ শুনানী হয়।
শুনানী শেষে উল্লেখিত রুল জারি করে জবাব দেয়ার জন্য দুই সপ্তাহের সময় বেধে দেয়া হয়। যে সাত জনের ওপর রুল জারি করা হয়, তাদের মধ্যে রয়েছেন- আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সাগীর হোসেন লিয়ন।