শুক্রবার ● ১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়ি-রুমা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করলেন : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
রোয়াংছড়ি-রুমা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করলেন : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর হতে রুমা উপজেলা সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার ১ ফেব্রুয়ারি সকালে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর হতে রুমা উপজেলা সদর পর্যন্ত দৈর্ঘ্য ২০.৫০ কি.মি প্রায় ৪৮কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্রগ্রাম বিষক মন্তাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পার্বত্য মন্ত্রী রোয়াংছড়ি রুমা উপজেলা সড়ক নির্মাণকাজের উদ্বোধনের পর মন্ত্রীর সহ-ধর্মীনি মিসেস মেহ্লা প্রু মারমাসহ স্থানীয় বৌদ্ধমন্দিরে বিশেষ প্রার্থনায় অংশগ্রহন করেন।
সড়ক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদুয়ান আরমান শাকিল জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যাসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, দুর্গম পাহাড়ি এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া দূর্গম এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে উপজেলা থেকে উপজেলা ও দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাত করাসহ স্থানীয়দের জীবনমান উন্নত এবং বিভিন্ন এলাকায় সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হবে।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা উন্নয়ন প্রতিষ্ঠায় অন্যায় কারি চোরা চালানী চাঁদাবাজি আড্ডাবজি থানার দালালিসহ দূর্নিতিবাজদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ সড়কটি নির্মাণ হলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে জেলা শহর হতে রোয়াংছড়ি হয়ে রুমা উপজেলায় যাতায়াতে গুরত্বপূর্ণ ভ’মিকা রাখবে এবং দূর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি একটি বিশেষ প্রকল্প।