শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ম্যানেজারসহ ৩জনকে সশ্রম কারাদন্ড
রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ম্যানেজারসহ ৩জনকে সশ্রম কারাদন্ড
রাউজান প্রতিনিধি :: গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় রাউজান পৌরসভার জানালী হাট মায়ের দোয়া বেকারী নামের একটি বেকারীর কারখানায় জাতীয় নিরাপদ খাদ্য প্রস্তুতকারী আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ম্যানেজারসহ ৩জনকে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্য্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা। এই সময় প্রতিষ্ঠানটি বিএস টি আই এর অনুমোদন বিহীন এবং কোন ধরনের ছাড়পত্র ছাড়া কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ,পচাঁ ডিম,পোড়া তেল, নকল ডালডা মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় গুড়ো করে তৈরি করা হচ্ছে সুস্বাদু কেক বিস্কুট সহ নানা ধরনের খাদ্য। ২২ দিন আগেই মেয়াদ শেষ হওয়া বহু কেক বিস্কুট পাওয়া গেছে মায়ের দোয়া বেকারীতে যেগুলোর মেয়াদ লেখা স্টিকার পরিবর্তন করে আবারও বিক্রয় করার জন্য রাখা হয়েছে।
মায়ের দোয়া বেকারীর ম্যানেজারসহ চার জনকে গ্রেফতার করা হয়। মায়ের দোয়া বেকারীর ম্যানেজারকে এক বছরের সশ্রম কারাদন্ড ও তিন কারিগরকে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। মায়ের দোয়া বেকারীর কারাখানাটি সিলগালা করে দেয়া হয়।