শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » রবিদাস ফোরামের সিলেট জেলা কমিটি গঠন
রবিদাস ফোরামের সিলেট জেলা কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশের অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় প্রাণের ১১দফা দাবিতে “সিলেট জেলা ১ম রবিদাস সম্মেলন-২০১৯” সিলেট মহানগরীর হোটেল ডালাস এ আজ ২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-সিলেট জেলা শাখার আহবায়ক সাবুল রবিদাসের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন বিআরএফ-কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিলন রবিদাস।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরএফ-কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুভাষ রবিদাস, বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ)-কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যনির্বাহী সদস্য সূর্য্যমনি রবিদাস।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের কানাইঘাট উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সি.এস নেবুল রবিদাস (কৃষ্ণ), সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার অন্যতম সংগঠক বাবুল রবিদাস, সুব্রত রবিদাস, সিলেট সদর উপজেলার সূর্যলাল রবিদাস, মনি রবিদাস, বিজয় রবিদাস, রাজকুমার রবিদাস, দক্ষিন সুরমা উপজেলার রুহিত রবিদাস, লিটন রবিদাস, গোলাপগঞ্জ উপজেলার জিতু রবিদাস, ওসমানীনগর উপজেলার সুজেশ রবিদাস, বিয়ানীবাজারের গোলাপ রবিদাস, গোয়াইনঘাট উপজেলার দোলন রবিদাস, কোম্পানীগঞ্জ উপজেলার মতিলাল রবিদাস, রিপন রবিদাস, জৈন্তাপুর উপজেলার রাজেন রবিদাস, কার্তিক রবিদাস, বালাগঞ্জ উপজেলার ভুট্টা রবিদাস, বিশ্বনাথ উপজেলার বাবুল রবিদাস, লক্ষন রবিদাস, নারীনেত্রী সৃষ্টি রানী দাস প্রমুখ।
সভায় উপস্থিত সকলের সম্মতি ও জেলা পর্যায়ের রবিদাস প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে সাবুল রবিদাসকে সভাপতি, সি.এস নেবুল রবিদাস (কৃষ্ণ) কে সাধারণ সম্পাদক এবং সুমন রবিদাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় বক্তাগণ বলেন, “বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” এর মাধ্যমে রবিদাসদের অধিকার সচেতন, সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিজেদের যুক্ত করার অভিপ্রায় আমাদের। ধর্মীয় গোঁড়ামী, কুসংস্কার, যৌতুক, বাল্যবিবাহ এবং মাদকমুক্ত রবিদাস সমাজ গঠনের স্বপ্ন স্বার্থক করতে আমরা বদ্ধ পরিকর। তবে আরেকটি লক্ষ্যনীয় বিষয় হলো, আমরা আমাদের কার্যক্রম সাম্প্রদায়িক অর্থে শুধুমাত্র স্বজাতির উন্নয়নকল্পেই নয় বরং হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান-আদিবাসী-দলিত-সংখ্যালঘু তথা আপামর মেহনতি জনসাধারণের জন্য সাধ্যমতো সহভাগী হতে চাই। সারাদেশে ৭৪টি শাখার মাধ্যমে বিআরএফ তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসময় রবিদাস জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার উপর জোর দেওয়ার জন্য বক্তাগণ সকলের দৃষ্টি আকর্ষন করেন। একইসাথে রবিদাস নারীদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। নেতৃবৃন্দ সারাদেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রবিদাস প্রতিনিধিদের অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।”
বিআরএফ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবগঠিত বিআরএফ-সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে সর্বদা তৎপর থাকার জন্য আহবান জানিয়েছেন।
সভা সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলার অন্যতম নেতা মনোরঞ্জন রবিদাস মান্না ও বিয়ানীবাজারের সুমন রবিদাস।