রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে নারী উদ্যোক্তাদের জুয়েলারী বিষয়ে প্রশিক্ষণ
বান্দরবানে নারী উদ্যোক্তাদের জুয়েলারী বিষয়ে প্রশিক্ষণ
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে ৫দিন ব্যপী আর্টিফিসিয়াল জুয়েলারীর উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানের মধ্যম পাড়ায় বান্দরবান উইম্যান চেম্বারের কার্যালয়ে চট্রগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বাংলাদেশ এসএমই ফাওন্ডেশনের সহযোগিতায় বান্দরবান উইম্যান চেম্বার এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন। গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই প্রশিক্ষণটি ৩ ফেব্রুয়ারি রবিবার শেষ হয়।
৫ দিন ব্যপী এই জুয়েলারী বিষয়ে প্রশিক্ষণে বান্দরবানের দূর্গম এলাকার বিভিন্ন পাড়া থেকে ৩০ জন নারী উদ্যোক্তরা অংশগ্রহন করে প্রশিক্ষন নেন। সনদ বিতরণ অনুষ্ঠানে বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট লাল ছানি লুসাই এর সভাপতিত্বে জুয়েলারী প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক কাজী তুহিনা, পরিচালক রোকেয়া নাছরিন, পরিচালক মোস্তারী মোরর্শেদ স্মৃতি, সদস্য চৌধুরী জুবায়েরা সাখী জিপসী, সদস্য সিতারা রহমান, বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডনাই প্রু নেলী, ভাইস প্রেসিডেন্ট উম্মে কুলছুম সুলতানা লীনা, পরিচালক জোহুরা বেগম,সুচিত্রা তঞ্চঙ্গ্যা,শিরিন খানম ও জিহান জাহান।
জুয়েলারী প্রশিক্ষণের শিক্ষার্থীদের মধ্যে, ইয়াছমিন আক্তার মুন্নি, সুমি আক্তার, ফাতেমা আক্তার, শিম্পি দে, উর্মিলা ত্রিপুরা, উয়ইনু মারমা, যুতি তঞ্চঙ্গ্যা, টিপি তঞ্চঙ্গ্যা ও সুমেউ মারমা প্রমূখ।