রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » খেলা » জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ উদ্বোধন
জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাউখালী উপজেলার পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক স্কুল ছাত্রদের অংশ গ্রহনে আজ ৩ ফেব্রয়ারি রবিবার মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হয়েছে।
প্রশিক্ষণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন ছাত্র ভলিবল প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছে। জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে ৪ নং কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তথা কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ক্যাজাই মারমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন।
ইতোপূর্বে বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক স্কুল ছাত্রদের অংশ গ্রহনে গত ৩০ জানুয়ারি বুধবার দিনব্যাপি কাবাডি প্রতিযোগিতা আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় জুনিয়র বালক ও সিনিয়র বালক গ্রুপের মোট ৫০ জন ছাত্র কাবাডি প্রতিযোগী অংশ গ্রহন করে। জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে ৩ নং বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমার প্রধান অতিথির অনুপস্থিতে রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন প্রধান অতিথি ও বাঙ্গাল হালিয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যামং চৌধুরী বিশেষ অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিযোগীদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পুরস্কারসহ অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীদেরকে ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেছেন। প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপের প্রথম খেলায় এ্যাডভেন্টিষ্ট হিলঃ সেমিঃ এন্ড নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ২০ - ০৪ পয়েন্টে রাজস্থলী আবাসিক উচ্চ বিদ্যালয় জুনিয়র গ্রুপকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় রাউন্ডের ফাইনাল খেলায় বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের জুনিয়র গ্রুপ ২৭ - ৩ পয়েন্টে এ্যাডভেন্টিষ্ট হিলঃ সেমিঃ এন্ড নিন্ম মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে দলীয় চ্যাম্পিয়ন এবং এ্যাডভেন্টিষ্ট হিলঃ সেমিঃ এন্ড নিন্ম মাধ্যমিক বিদ্যালয় দলীয় রানার্স-আপ হয়। সিনিয়র গ্রুপের খেলায় রাজস্থলী আবাসিক উচ্চ বিদ্যালয় সিনিয়র গ্রুপ ৪০ - ১৬ পয়েন্টে বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র গ্রুপকে পরাজিত করে দলীয় চ্যাম্পিয়ন এবং বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র গ্রুপ দলীয় রানার্স-আপ গৌরব অর্জন করে।
শিক্ষক মো. দুলাল হোসেন,ধর্ম্ম জ্যোতি চাকমা, জুয়েল মিন্টন চিরান ও সাচিং উ মারমা রেফারী এবং রাজিব কুমার দে স্কোরারের দায়িত্ব পালন করেন।