সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভন্ড বৈদ্য আটক
রাউজানে ভন্ড বৈদ্য আটক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলায় পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় এক ভন্ড বৈদ্যের চিকিৎসাসেবা দেওয়া আস্তানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়।
এসময় ভন্ড বৈদ্যের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার সকালের দিকে এই অভিযান পরিচালনা করে নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা। ভন্ড বৈদ্যের নাম আবদুল ছত্তার।
উপজেলা প্রশাসন সূত্র মতে, আবদুল ছত্তার নামক এই বৈদ্যের ছহ্হী কুরআনী চিকিৎসালয় সাইন বোর্ড লাগিয়ে স্থানীয় এলাকার লোকজনকে চিকিৎসার নামে প্রতারণা করে প্রতিদিন বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। এতে অসহায় মানুষ চিকিৎসা নামে ভূয়া চিকিৎসা সেবা নিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাউজান পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুরে অভিযান চালিয়ে একজন ভূয়া কবিরাজ ঝাড়ফুঁক এবং তাবিজ কবোজের মাধ্যমে চিকিৎসা দোষী প্রমাণিত হওয়ায় ভূয়া কবিরাজ কে ২০ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরো বলেন শত শত নারী কে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা।