বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় গন্ধগোকুল উদ্ধার
নওগাঁয় গন্ধগোকুল উদ্ধার
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর সদর উপজেলা থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে দুবলহাটী ইউনিয়নের পিরোজপুর গ্রাামের একটি জঙ্গল থেকে এই প্রাণীটিকে উদ্ধার করেছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান ও শ্রী সুদাম চন্দ্র জানান হঠাৎ করে এই প্রাণীটি আমাদের চোখে পরে এবং এই সময় আমরা কয়েকজন মিলে প্রাণীটিকে ধরে ফেলেছি। এটিকে দেখতে কিছুটা কাঠ বিড়ালির মত। তবে এটি কাঠ বিড়ালির থেকে অনেক বড় এবং প্রাণীটির গায়ে থেকে চিনি আতব চালের মতো গন্ধ পাওয়া যাচ্ছে। তবে প্রাণীটিকে সঠিক ভাবে কেউ চিন্তে পারেনী। তবেএলাকাবাসীর দাবি এই প্রাণীটিকে সঠিক ভাবে সংরক্ষন করা হোক।
পরে নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার উত্তম কুমার দাসের সঙ্গে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন। প্রাণীটির নাম গন্দগোকুল। এর আগেও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে এই গন্ধগোকুল প্রাণী বেশ কয়েকটি পাওয়া গেছে। এবং সে সব প্রাণিকে আলতাদিঘি জাতীয় উদ্ধানে ছেড়ে দেওয়া হয়েছে। এটিকেও আলতাদিঘি জাতীয় উদ্ধানে ছেড়ে দেওয়া হবে।