বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা » বিশ্ব বেতার দিবস পালন
বিশ্ব বেতার দিবস পালন
ঢাকা প্রতিনিধি :: আজ বিশ্ব বেতার দিবস এবং শ্রোতা সম্মেলন । এবারের বিশ্ব বেতারের প্রতিপাদ্য সংলাপ, সহনশীলতা এবং শান্তি।
আজ বুধবার ১৩ ফেব্রুয়ারি ঢাকা বাংলাদেশ বেতার সদর দপ্তরে বিশ্ব বেতার দিবস উপলক্ষে র্যালী এবং নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন তথ্য মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারে মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসেন আরা তালুকদার ।
প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ সহযোগী অধ্যাপক ডঃ শামীম রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রালয়ের সচিব আবদুল মালেক।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে বক্তারা বলেন, শান্তিতে সংগ্রামে অগ্রগতিতে রেডিওর অবদান অনস্বীকার্য। বাংলাদেশে দূর্যোগের সময় সম্পদের ক্ষতি হলেও মানুষের জীবনের ক্ষতি কম হয় একমাত্র বেতারের কল্যানে। সবাই শ্রদ্ধার সহিত স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেের সময় বেতারের অবদানের কথা।
বিশ্ব বেতার দিবস এবং শ্রোতা সম্মেলনে সারা দেশ থেকে ২ হাজর এরও বেশি শ্রোতা ক্লাবের সদস্য অংশগ্রহণ করেন।