বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » খুব্বাং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ১২ বিজিবি’র আর্থিক অনুদান
খুব্বাং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ১২ বিজিবি’র আর্থিক অনুদান
বরকল প্রতিনিধি :: ছোটহরিণা জোন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনস্থ ত্রিপুরাঘাট বিওপি’র এলাকায় খুব্বাং বাজারে গতকাল মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি অগ্নিকান্ড সংঘটিত হয়।
অগ্নিকান্ডের ফলে বাজারের ৩৬টি দোকানসহ বসতঘর আগুনে পুড়ে যায় এবং ৪জন আহত হয়। আহতদেরকে তাৎক্ষণিকভাবে ছোটহরিণা জোন ১২ বিজিবি অধিনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ত্রিপুরাঘাট বিওপির সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সমন্বয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
খুব্বাং বাজারের রাম চাকমার চায়ের দোকান সংলগ্ন খোলা অকটেন, ডিজেল ও পেট্রোলের দোকান হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।
অগ্নিকান্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি পয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে স্থানীয়দের দাবি।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি আজ বুধবার ১৩ ফেব্রুয়ারি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান বাবদ নগদ ৩৬ হাজার টাকা এবং ৩৬টি শীত বস্ত্র বিতরণ করেন।