শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ভয়াবহ আগুনে বসতবাড়িসহ আইস ফ্যাক্টরি ভস্মীভূত
বান্দরবানে ভয়াবহ আগুনে বসতবাড়িসহ আইস ফ্যাক্টরি ভস্মীভূত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান শহরের বোটঘাটা হোটেল পাহাড়িকা এলাকায় ভোর রাতে ভয়াবহ আগুনে ৬টি বসতবাড়ি ও একটি আইস ফ্যাক্টরি ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ২০ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, শুক্রবারে ভোর রাতে বিদ্যুতের মিটার থেকে আগুন লাগে। এআগুনে একটি আইস ফ্যাক্টরি, স্থানীয় মোজাফফর সওদাগরের বাড়ি ও তার চারজন ভাড়াটিয়া খতিজা বেগম, মুন্নি, রাজু ও আবদুল হাফেজের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লাগার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রায় ২০ লক্ষ টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।