শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ধর্ম » আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পাকশীতে ৮৯ তম ওয়াজ মাহফিল সমপন্ন
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পাকশীতে ৮৯ তম ওয়াজ মাহফিল সমপন্ন
ঈশ্বরদী প্রতিনিধি :: মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ঈশ্বরদীর পাকশী ফুরফুরা শরীফে আজ শূক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করা হয়। জুম্মার নামাজ পরিচালনা করেন,ফুরফুরা শরীফের গদ্দীনশীন পীর মাওলানা আবু বক্কর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী আল কোরাইশী। প্রতিবিছরের ন্যায় এবারও সাবেক ভুমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামীলেিগর সভাপতি শামসুর রহমান শরীফ এমপি সম্মানীয় অতিথি হিসেবে জুম্মার নামাজ আদায় করেন এবং ইসলামী উম্মার শান্তি কামনায় বক্তব্য রাখেন। প্রতিবারের ন্যায় এবারও এ ওয়াজ মাহফিলে অংশ নেওয়া দেশ-বিদেশের প্রায় সাত থেকে আট লক্ষাধিক মুসল্লী জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রত্যেকেই নিজের এবং দেশ ও জাতীর কল্যাণে সৃষ্টি কর্তার দরবারে বিশেষ দো’য়া প্রার্থণা করেন। উননব্বই বছর ধরে প্রতিবছর তিন দিন ব্যাপি হযরত আবু বকর (রাঃ) এর বংশ ধররা বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই এখানে মাস্টার্স সমমানের ইসলামিক ইষ্টাডিস ও হেফজোতে পাস করা শিক্ষার্থীদের পাগড়ী পড়িয়ে দেওয়া হয়। এবারও ইসলামিক ইষ্টাডিসে ১৭ জন ও হেফজোতে পাস করা ৫ জন শিক্ষার্থীকে পাগড়ী পড়িয়ে দেন ফুরফুরা শরীফের গদ্দীনশীন পীর মাওলানা আবু বক্কর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী আল কোরাইশী। অন্যন্য বারের তুলনায় এবার মুসল্লী সংখ্যা অনেক বেশী হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার ভোরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ওয়াজ মাহফিল শেষ হবে । এ ওয়াজ মাহফিলকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় তিন হাজার ব্যবসায়ীরা এখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। উল্লেখ্য, মানুষকে দিনের পথে নেওয়ার জন্য উননব্বই বছর ধরে পাকশী ফুরফুরা শরীফে ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুঠিত হয়ে আসছে।