রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » পুঠিয়ায় শিলা বৃষ্টিতে ফসলেন ব্যাপক ক্ষয়ক্ষতি
পুঠিয়ায় শিলা বৃষ্টিতে ফসলেন ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজশাহী প্রতিনিধি :: পুঠিয়ায় ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকায় বহু ফসল ক্ষতি গ্রস্থ হয়েছে শিলা বৃষ্টিতে। আজ রবিবার ভোর রাত ৫ টার দিকে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টির ফলে পুঠিয়া উপজেলার জিউপাড়া ব্লকের ধোপাপাড়া, এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়। ফসলের ক্ষতির পাশাপাশি শিলা বৃষ্টিতে গোটা গ্রাম যেন বরফের চাদরে ঢেকে রয়েছে। জেলার পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতির সম্ভবনা দেখা দেয়। এদিন শিলা বৃষ্টিতে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া ব্লকের আগলা, ভাংড়া, ধাদাশ ও জিউপাড়া ব্লকের ধোপাপাড়া, সৈয়তপুর, চকপালাশি গ্রামের বিভিন্ন স্থানে প্রচুর শিলা পরে কার্যত বরফে ঢেকে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার ভোর ৫ টার দিকে হালকা ঝড়ো হাওয়ার সাথে শিলা বৃষ্টি হয় ওই এলাকায়। আর তাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই শিলাবৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ার খবর মিলেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধোপাপাড়া ও ভাংড়া এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। তার মধ্যে পেয়াঁজ, রসুন, বেগুন, আমের মুকুল, শশা সহ আরও অনেক কৃষি ফসলের ক্ষতি হয়। উপজেলার ধোপাপাড়া, চক পালাশি, নকুলবাড়িয়া, সৈয়তপুর, ভাংড়া, আগলা, পালোপাড়া এলাকাতেই ফসলের ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষয় ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুঠিয়া কৃষি অফিস।
ধোপাপাড়া ও আগলা এলাকার বাসিন্দা বলেন, মিলন ও সেলিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন রবিবার ভোর রাতের হালকা ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টিতে মাঠের কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পেয়াঁজ ও রসুন গাছের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।