রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় » কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাককানবি এ ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র প্রতিকৃতি শিল্পকর্ম বিধিবহির্ভূত ব্যবহারের জন্য কপিরাইট আইনে একশ বিশ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। ময়মনসিংহ জজকোর্টে একশত বিশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে দায়ের করা শিল্পী হোসাইন মোহাম্মদ ফারুকের মামলাটি কপি রাইট আইনে ময়মনসিংহে প্রথম মামলা।
আজ রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে মামলার বিষয়টি জানিয়েছেন ওই মামলার বাদী চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক।
লিখিত বক্তব্যে চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক বলেন, ২০১২ সালে আঁকা কবি নজরুলের একটি চিত্রকর্ম তার অনুমতি ছাড়া কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকৃতভাবে বিশ্ববিদ্যালয়ের একটি স্যুভেনির মুদ্রণ করে। যা ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষ্যে প্রকাশ করা হয়।
তিনি আরো বলেন, এ স্যুভেনির প্রচ্ছদসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, উপাচার্য প্রমুখের বাণীর পৃষ্ঠাসহ প্রায় প্রতিটি পাতায় আমার আঁকা এ শিল্পকর্মটি উল্টো করে মূদ্রণ করা হয়। এতে আমার নামটিও স্বভাবতই উল্টে গেছে।
প্রকাশনাটির কোথাও কৃতজ্ঞতা স্বীকারে আমার নামটিও লেখা নেই, যা একজন শিল্পীর জন্য মানহানি ও অবমাননাকর। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ‘গত ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ব্যারিস্টার মোহাম্মদ মশিউর রহমান একটি উকিল নোটিশ প্রদান করে।
কিন্তু কর্তৃপক্ষ এর কোনো জবাব দেয়নি।
পরে গত ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ময়মনসিংহ জেলা জজ আদালতে কপিরাইট আইনে ১২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়।
মামলাটি আমলে নিয়ে আগামী ২৬ ফ্রেব্রয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।ক্ষতিপূরণের মামলা থেকে আদায় করা অর্থ স্কুলের শিশুদের চিত্রকর্ম প্রশিক্ষণে খরচ করা হবে বলেও জানান শিল্পী ফারুক।
শিল্পীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন এডভোকেট মোহাম্মদ খালিদ হোসেন।