রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনায় র্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক
পাবনায় র্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক
পাবনা থেকে মোবারক বিশ্বাস :: পাবনায় র্যাবের অভিযানে এক ভুয়া ডাক্তার আটক হয়েছে৷ শনিবার বেলা ১২টারদিকে পাবনা শহরের শালগাড়িয়া ইছামতি ক্লিনিক থেকে তাকে আটক করে পাবনা র্যাবের হাতে সিপিসি-২এর সদস্যরা৷
পাবনা র্যাব ক্যাম্প জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে শালগাঢ়িয়া থানা পাড়ার ইছামতি ডায়াগনস্টিক কমপ্লেক্সে থেকে ভূয়া ডাক্তার মোঃ মোস্তাফা কামাল (৪৪)কে আটক করেন৷ র্যাব আরো জানায়, মোস্তাফা কামাল দীর্ঘুদন ধরে ভূয়া ডাক্তার সেজে এবং ডাক্তারী নির্দেশিকা প্যাড অসাধুভাবে প্রস্তুত করে প্রতারনা করতঃ জনগনকে চিকিত্সা সেবা প্রদান করে আসছে৷ আটক মোস্তাফা কামাল খুলনা জেলার আড়ংঘাটা থানার আড়ংঘাটা গ্রামের মৃত ইব্রাহীম সরদারের ছেলে৷ গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷ অভিযান পরিচালনা করেন পাবনা র্যাব সিপিসি’র এএসপি আব্দুল হাই সরকার৷