সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মনোনয়ন পত্র জমাদিলেন আ’লীগ প্রার্থী জাহাঙ্গীর
বান্দরবানে মনোনয়ন পত্র জমাদিলেন আ’লীগ প্রার্থী জাহাঙ্গীর
বান্দরবান প্রতিনিধি :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অনুষ্টিতব্য বান্দরবান সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বান্দরবান জেলা আওয়ামীলীগর সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর।
এছাড়াও দুপুরে রির্টানিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করলেও এবার স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন ।
আজ সোমবার (১৮ ফেব্রয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম এর হাতে তারা মনোনয়ন পত্র জমা দেন। অন্যদিকে জেলার সাত টি উপজেলায়ও আয়ামী লীগের মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মনোনিত সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে আমার নেতা মন্ত্রী বীর বাহাদুর ও আমার দলের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় নেতা কর্মিদের সমর্থনে নৌকা প্রতীক আমাকে দেওয়া হয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনে জনগণের রায় নিয়ে এই আসনটি জননেত্রী শেখ হাসিনার হাতে উপহার দেব। আমি জনগণের পাশে ছিলাম আছি আগামীতে আমি জনগণের পাশে থাকবো। আমি নেতা নয় আমি কর্মির সারিতে এবং দলীয় নেতা কর্মিরা আমার প্রতি যেমন আস্থা রেখেছেন এই আস্থা আমার কবর পর্যন্ত অটুট রাখবো এই হলো আমার প্রতিজ্ঞা।
এদিকে, লামা উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হৃদরোগে আক্রান্ত হয়ে মুত্যু বরণ করায় তার জায়গায় বর্তমান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল কে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামি মার্চ মাসের ১৮ তারিখে ২য় ধাপে বান্দরবানের সাতটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।