সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » দুজন আতঙ্কবাদীকে মেরে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী
দুজন আতঙ্কবাদীকে মেরে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী
সিএইচটি মিডিয়া ডেস্ক :: পুলবামা হামলার পর আজ সকালে আবার ভারতের জন্য একটা দুঃখজনক খবর সামনে এসেছিল। সেনা কাশ্মীরে যে অপারেশন চালু করেছিল তাতে ৪ জন সেনা বলিদানি হয়েছেন। তবে এখন একটা বড় খবর সামনে আসছে। আজ সেনা বড় সাফল্য লাভ করেছে। খবর অনুযায়ী, দুজন আতঙ্কবাদী যারা পুলবামা হামলায় জড়িত ছিল তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী সেনার হাত খুলে দেওয়ার পর থেকে কাশ্মীর ঘাঁটিতে কট্টরপন্থীদের উপর অপারেশন লাগু ছিল। কিন্তু এই জিহাদি শক্তির দমনের সাথে সাথে সেনার মূল লক্ষ ছিল পুলবামা হামলায় জড়িত জিহাদিদের শেষ করা যাতে আজ বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা।
যে দুজন আতঙ্কবাদীকে মেরে ফেলা হয়েছে তাদের মধ্যে একজন কামরান, যে আতঙ্কবাদ গ্রুপের ভর্তি হওয়ার কাজকর্ম দেখাশোনার কাজ করতো। দ্বিতীয় আতঙ্কবাদী ছিল গাজি যে আইইডি এক্সপার্ট ছিল। সকাল থেকে সেনা ও ইসলামিক আতঙ্কবাদীদের মধ্যে লড়াই চলছিল যাতে এখন সেনা বড় সাফল্য পেয়েছে বলে সূত্রের খবর। সেনার সাথে সিআরপিএফ ও জম্মুর পুলিশও রয়েছে।
সেনা খবর পাওয়ার পরই তরিঘড়ি অপারেশন চালু করেছিল এবং মূল দুই জঙ্গিকে মারার জন্য মাঠে নেমেছিল। স্থানীয় কট্টরপন্থীদের পাথরবাজি করা সত্ত্বেও সেনা এই সফলতা পেয়েছে। তবে সেনার অপারেশন এখনো জারি রয়েছে কারণ ওই দুই আতঙ্কবাদী ছাড়াও আরো জিহাদি এলাকায় লুকিয়ে রয়েছে। তাই সেনা এলাকাকে পুরোপুরি ঘিরে রেখেছে।সেনা কোনোভাবেই কোনো আতঙ্কবাদীকে ছাড়তে চাই না, যতক্ষন না পর্যন্ত লুকিয়ে থাকা সব আতঙ্কবাদীদের শেষ করা হচ্ছে ততক্ষণ অপারেশন জারি থাকবে। সূত্র : indiarag.com