মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথ উপজেলায় ৩ পদে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বিশ্বনাথ উপজেলায় ৩ পদে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বিশ্বনাথ প্রতিনিধি :: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিলেটের বিশ্বনাথে ৩ পদে (উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান) ২২ প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের কাছে মনোনয়পত্র দাখিল করেন ১৮জন প্রার্থী এবং অন্য ৪জন প্রার্থী সিলেটে রিটানিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিলকারীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপিন সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি ফয়জুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা কাজী মাওলানা রুহুল আমিন। এছাড়া সিলেটে রিটানিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন এবং প্রবাসী শামছুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিলকারীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আহমেদ-নূর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, যুক্তরাজ্যের বামিংহাম আওয়ামী লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম শামীম, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুবদল নেতা জুবেল আহমদ, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর কোষাধ্যক্ষ হাবিবুর রহমান। সিলেটে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিলকারীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সহ সভাপতি বেগম স্বপ্না শাহীন, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী মোছাঃ জুলিয়া বেগম, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, উপজেলা মহিলা দলের আহবায়ক নূরুন্নাহার ইয়াসমিন, সাবেক মহিলা মেম্বার নেহারা বেগম।