মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি শহরে দুর্বৃত্তের গুলিতে তুষার চাকমা নামের এক ব্যক্তি নিহত
খাগড়াছড়ি শহরে দুর্বৃত্তের গুলিতে তুষার চাকমা নামের এক ব্যক্তি নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা শহরের নারায়খাইয়া এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তুষার চাকমা (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত রিকশা (টমটম) চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামে একটি জমজমাট ফুটবল ম্যাচ শেষে যাত্রী নিয়ে আসার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। টমটম থামিয়ে খুব কাছ থেকে গুলি করায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা কেনো এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তুষার চাকমা’র মরদেহ পুলিশ উদ্ধার করে হাসপাতালে আনতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭-৮ জন পাহাড়ী যুবক তুষার চাকমাকে রেড স্কোয়ারের সামনের একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে বের করে গুলি করে। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে খবংপুড়িয়া এলাকার দিকে চলে যায়।
স্থানীয়রা জানান, নিহত তুষার চাকমা ইউপিডিএফ প্রসীত সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত। ধারণা করা হচ্ছে রাজনৈতিক আধিপত্যের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা নিহত তুষার চাকমাকে সাধারণ শিক্ষার্থী দাবি করছে।