বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ১৩২টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
বিশ্বনাথে ১৩২টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি :: বিপুল উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপূর্ণভাবে আজ ২০ ফেব্রুয়ারী আজ বুধবার বিশ্বনাথ উপজেলার ১৩২টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়েছে।
নির্বাচনকে ঘিরে প্রতিটি ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করেছিল। গণতান্ত্রিক প্রদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
সরেজমিনে বেশ কয়েকটি বিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রত্যেকটি বিদ্যালয়ের আঙ্গিনা রঙ্গিণ কাগজ দিয়ে সাজানো হয়েছে। সুতা দিয়ে লাইন করা সারিতে দাড়িয়ে আছেন ভোটারেরা। একজন একজন করে প্রত্যেক শিক্ষার্থী পছন্দের প্রার্থীকে গোপন ব্যালেটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছেন।
এদিকে উপজেলার কাইয়া-কাইড় মক্রম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরেরচর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরেরচর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শ্বাসরাম বিমল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-এমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দশীর কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সবকটি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি রানী দেব জানান, আমার বিদ্যালয়ে ১৪ জন শিক্ষার্থী স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুক আহমদ বলেন-সম্পন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মহিউদ্দিন আহমদ বলেন-উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।