রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দুঃস্থদের পাশে দাড়ালো বিআরটির ইউকে
বিশ্বনাথে দুঃস্থদের পাশে দাড়ালো বিআরটির ইউকে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গতকাল শনিবার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ছাগল, পানির ফিল্ডার, রিসকা, সেলাই মেশিন, জায়নামাজ, তববি, টুপি, জুতা ও খেলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রি জেনারেশন ট্রাস্ট (বিআরটিএ) ইউকে৷
অসহায় ৫০টি পরিবারের মধ্যে পানির ফিল্ডার, ৬টি পরিবারকে রিসকা, ১২টি পরিবারকে সেলাইমেশিন, ২০টি পরিবারকে ছাগল, ২০টি পরিবারকে জায়নামাজ, ২০টি পরিবারকে তসবি, ২০টি পরিবারকে জুতা, ৮টি পরিবারকে টিউবওয়েল ও বিভিন্ন ক্লাবকে খেলার সামগ্রী বিতরণ করা হয়৷ স্থানীয় রশীদপুরবাজারে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়৷
বিশিষ্ঠ শিৰানুরাগী শেখ মো. নূর মিয়ার সভাপতিত্বে ও সংগঠক আসাদুজামান নূর আসাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মুমিন এহিয়া আলকাছ মিয়া৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, ইজার আলী মেম্বার, শিক্ষানুরাগী শেখ মনির মিয়া, ট্রাস্টের হেড অব মার্কেটিং আলম শেখ, ফাউন্ড রাইজিং অফিসার নাজির আলী, সদস্য তালেবউদ্দিন, কামাল আহমদ, শিক্ষানুরাগী অধ্যৰ শেখ শাহিদুর রহমান, লোকমান মিয়া, তৈমুছ আলী, শেখ জামালউদ্দিন, শেখ সালাহউদ্দিন, ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি তৌফিকুর রহমান হাবিব, কামাল আহমদ মাছুম, তাজুল ইসলাম৷