বৃহস্পতিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নান্দনিক বাঘাইছড়ি গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান
নান্দনিক বাঘাইছড়ি গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান
বাঘাইছড়ি প্রতিনিধি :: পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে সামাজিক সংগঠন ‘হৃদয়ে বাঘাইছড়ি’।
সংগঠনের সদস্য ইমরান হোসেন জুমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহমুদুল হাসান সোহাগ।
ঐতিহাসিক চৌমুহনী শাপলা চত্বরে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সরোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘হৃদয়ে বাঘাইছড়ি পরিবার’ কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন- বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুবকদের এগিয়ে আসতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ির বিভিন্ন স্থরের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
হৃদয়ে বাঘাইছড়ি পরিবার ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান রাখবেন বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহমুদুল হাসান সোহাগ।