শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » খেলা » অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: আজ ২৩ ফেব্রুয়ারি শনিবার পাবনার চাটমোহরে অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল মতিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সহকারি কমিশনার (ভূমি) মো. ইখতেখারুল ইসলাম, এএসপি (চাটমোহর সার্কেল) এস এম ফজল-ই-খোদা, চাটমোহর থানা ইনচার্জ অফিসার শেখ নাসির উদ্দীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলী প্রমূখ। বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।