শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় ১২ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
ছোটহরিণায় ১২ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
বরকল প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় ছোটহরিণা জোন বড়হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ ২৩ ফেব্রয়ারি শনিবার ১২ বিজিবি ছোটহরিণা জোন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. এহসানুল হক উপস্থিত থেকে দুঃস্থ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
এ সময় এলাকার ৫৭ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
চিকিৎসা সেবা নিতে আসা অংথুই চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এর আগে আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু বর্তমানে ১২ বিজিবি ছোটহরিণা জোন এর মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পৌছে দেওয়া হচ্ছে। তারা এই রকম বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইন করে অসুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রশংসনীয়।
এ ব্যাপারে ১২ বিজিবি ছোটহরিণা জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন দুর্গম এলাকার জনসাধারণ যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পায় তার জন্য ১২ বিজিবি ছোটহরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হরিণা জোন এর পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।