সোমবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দশ গুণীজনকে সম্মাননা প্রদান
গাইবান্ধায় দশ গুণীজনকে সম্মাননা প্রদান
গাইবান্ধা প্রতিনিধি :: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গাইবান্ধার দশ গুণীজনকে ২০১৮-২০১৯ সালের শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে ‘ডেকেছিলে বলে ভোরের পাখিরা’ শীর্ষক এক অনুষ্ঠানে গতকাল শনিবার রাতে শিল্পকলা মিলনায়তনে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি গুণীজনদেরকে এই সম্মাননা প্রদান করেন। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির। ২০১৮ সালে সংস্কৃতির ক্ষেত্রে সম্মাননা পেলেন নাট্যকলায় আব্দুর রাজ্জাক সোনা, সৃজনশীল সংস্কৃতি গবেষক আবু জাফর সাবু, সৃজনশীল সংগঠক জহুরুল কাইয়ুম, যন্ত্রশিল্পী আব্দুল হালিম চৌধুরী, আবৃত্তি দেবাশীষ দাশ দেবু। ২০১৯ সালে সম্মাননা পেলেন নৃত্যকলায় গোপাল প্রসাদ, চলচ্চিত্রে এম সাখাওয়াত হোসেন, কণ্ঠ সংগীতে জাফরিন আলম, নাট্যকলায় আলমগীর কবির বাদল ও সৃজনশীল সংগঠন হিসেবে গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার। শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত গুণীজনদের প্রত্যেককে শিল্পকলা পদক, সনদপত্র ও ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। এছাড়া এ উপলক্ষে গুণীজনদের বায়োডাটা ও ছবি সম্বলিত একটি আকর্ষনীয় সুভ্যেনীড়ও প্রকাশ করা হয়।
প্রধান অতিথি হুইপ তাঁর বক্তব্যে উল্লেখ করেন গাইবান্ধায় সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিল্পকলা একাডেমি জেলা পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা প্রদান করে দশজন গুণী ব্যক্তির যথাযোগ্য মূল্যায়ন করেছেন। তিনি উল্লেখ করেন, এসমস্ত গুণীজনদের সম্মানিত করে শুধু তারাই নয়, বরং নিজেরাই সম্মানিত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে দেশ ও জাতির সাহিত্য সংস্কৃতির উন্নয়নে গুণীজনরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মোটর সাইকেলসহ চোর চক্রের ২সদস্য আটক
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গত দু’দিনব্যাপি অভিযান চালিয়ে চোরাই সন্দেহে পুলিশ ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১টি ১৫০ সিসি লাল রংয়ের আরটি আর এ্যাপাচি, ১টি কালো ও লাল রঙের ১৫০ সিসি পালসার, ১টি কালো ও বেগুনি রংয়ের ১০০ সিসি ডিসকভার ও ১টি হলুদ ও কালো রংয়ের ১৫০ সিসি ইয়ামাহা মোটর সাইকেল উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, ধারনা করা হচ্ছে একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে। পরে ভূয়া কাগজ তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করে থাকে। এ ঘটনায় চোরাই চক্রের সাথে জড়িত দু’জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।