সোমবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা
মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা জোন এলাকার অভ্যন্তরে কোন সন্ত্রাসী গোষ্ঠিকে ছাড় দেয়া হবে না মন্তব্য করে জোনাল সিকিউরিটি অফিসার মেজর মাজহারুল ইসলাম ভুইয়া বলেছেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি শিক্ষা ও বিভিন্ন জাতিগোষ্ঠির জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । তিনি পাহাড়ের স্বসস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক উন্নয়নমুলক কাজে বাঁধা প্রদানের প্রতিবাদ জানিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার আশ^াস দেন।
তিনি আরো বলেন, জোন এলাকার শান্ত পরিবেশ যারা বিনষ্টের চেষ্টা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
এ সময় ১৮ বছরের কম কেউ যাতে মোটরসাইকেল চালাতে না পারে সেদিকে নজরদারী বাড়াতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানান তিনি। তাছাড়া সাম্প্রতিক সময়ে মাটিরাঙ্গার পৌর এলাকার বিভিন্ন বাড়ীতে চুরির ঘটনায় সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে খালি বাড়ীতে দরজা-জানালা খোলা রেখে কোথাও না যাওয়ার আহবান জানান তিনি।
আজ রবিবার ২৪ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলে বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন পিপিএম, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা ফরেষ্ট রেঞ্জার মো. জহুরুল ইসলাম, প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন, মাটিরাঙ্গা কাঠব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ কেফায়েত উল্লাহ ,প্যানেল মেয়র-২ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তফা, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির উপদেষ্টা বাবুল চন্দ্র বণিক ও কাউন্সিলর মো. এমরান হোসেন প্রমুখ।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, ২২আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও সাংবাদিক মাটিরাঙ্গা এলাকার বিভিন্ন পাড়া মহল্লার হেডম্যান-কারবারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।