রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নতি হলে দেশের চেহারা পাল্টে যাবে
স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নতি হলে দেশের চেহারা পাল্টে যাবে
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: দেশ বরেণ্য আইনজীবি ও সাবেক এ্যার্টনী জেনারেল ব্যারিষ্টার রফিক-উল-হক বলেছেন, দেশের শিক্ষা ক্ষেত্র তেমন অগ্রসর হতে পারেনি৷ স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নতি হলে দেশের চেহারা পাল্টে যাবে৷ তাই মৌলিক চাহিদা পূরণের জন্য চিকিত্সার পাশাপাশি শিক্ষার দিকে দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিত্৷
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার দিকে নজর দিয়েছে৷ সরকার শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর বিনামুল্যে বই বিতরন করছেন৷ শেখ হাসিনার সরকার বিনা মূল্যে বই বিতরন করছেন যা অন্যরা কল্পনাও করতে পারেনি৷
তিনি ১ জানুয়ারি শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রা কালিয়াকৈর পৌরসভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গনে কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বিনামুল্যে নাগরিকদের চিকিত্সা সেবা ও হোল্ডিং নাম্বার পেস্নট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন৷
কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র মোঃ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ মজিবুর রহমান, ডাঃ কামরুল হাসান, কাউন্সিলর বেলায়েত হোসেন, আহাদ আলী, আবুল কাশেম, মোয়াজ্জেম হোসেন দেওয়ান, এমদাদ হোসেন মন্ডল প্রমূখ৷