মঙ্গলবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর : মুকতাদের আজাদ খান
বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর : মুকতাদের আজাদ খান
চট্টগ্রাম প্রতিনিধি :: বাংলাভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি এখন সময়ের দাবি শীর্ষক সেমিনার গতকাল ২৫ ফেব্রুয়ারি (সোমবার) ২০১৯ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মানবতাবাদী লেখক ও কলামিস্ট আ.ফ.ম.মফিজুর রহমান বলেন- বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর। তিনি উল্লেখ করেন, বিশ্বে চলমান ভাষার মধ্যে বাংলাভাষার অবস্থান সপ্তম স্থান। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে ৬টি ভাষা। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্বে ভাষাগত ব্যবহারিক কাজে আমাদের অবস্থান তৃতীয় পর্যায়ে নিয়ে যেতে পারলে জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাভাষার স্বীকৃতির বিষয়টি অধিকতর সহজ হবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, এখনই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাভাষা শিক্ষা বিষয়ক একাডেমি সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে হবে এবং বিশ্বের সকল দেশে শহীদ মিনার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনায় ছিলেন দৈনিক আমাদের বাংলার চট্টগ্রাম প্রতিনিধি আবু ছালেহ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, প্রাবন্ধিক ও কলামিস্ট আ.ফ.ম.মফিজুর রহমান ২০০৪ সাল থেকে প্রতি বৃহস্পতিবার ‘বিপরীত মেরু’ শিরোনামে ধারাবাহিকভাবে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চে কলাম লিখে আসছেন। ইতিমধ্যে তাঁর দশটি বই প্রকাশিত হয়েছে। এরই মধ্যে অধিকাংশ বই বাংলাভাষা ও মানবতা কেন্দ্রিক। প্রসঙ্গত: তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
সেমিনারে আলোচনায় অংশ নেন, দেশ-বিদেশ টুয়েন্টিফোরডট কম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, মোপলেস সভাপতি সজল দাশ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি সালাউদ্দিন লিটন, সাপ্তাহিক চাটগাঁর চট্টগ্রাম ব্যুরো প্রধান রোকন উদ্দিন আহমদ, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক ৭১ বাংলাদেশের সম্পাদক শেখ সেলিম, দৈনিক মুক্ত খবরের চট্টগ্রাম প্রতিনিধি ইফতেখারুল করিম চৌধুরী, শিক্ষা ও সাহিত্যমূলক পত্রিকা অভিযাত্রী সম্পাদক এম.এইচ. সোহেল, সাপ্তাহিক ক্রাইম ডায়েরী’র চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হোসেন মিন্টু, দৈনিক সান্ধ্যবাণী’র চট্টগ্রাম প্রতিনিধি কাজী জাহাঙ্গীর আলম ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক শিপক কুমার নন্দী প্রমুখ।