মঙ্গলবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি
ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি
সিএইচটি মিডিয়া অনলাইন ডেস্ক :: আজ মঙ্গলবার সকালে পাকিস্তান সীমান্তে বিমান হামলার পর এবার দেশের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দেশটির বিমানবাহিনীর এক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। এদিকে এই ঘটনায় পাকিস্তানেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করার পাশাপাশি লুতিয়েন্স এলাকার প্রতিরক্ষা স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া সীমান্তের কাছাকাছি পাঞ্জাবের বিভিন্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন এবং পুলিশ।
এর আগে সীমান্তে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বেশ কয়েকটি স্থানে একযোগে বিমান হামলা চালায় ভারত। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ‘এয়ার স্ট্রাইক’ নামে এ হামলা চালানো হয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, মঙ্গলবার ভোরে বালাকোট, চাকোটি ও মুজফফরাবাদে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। হামলায় ১০০০ কেজি ওজনের বোমা বর্ষণ করা হয়।
কাশ্মিরে পরিচালিত হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডে এই খবর জানিয়েছে। তবে ভারতের এই দাবিকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।
পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ডিজি মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে জানান, ভারতীয় বিমানবাহিনী আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে হামলা করতে এলে মিসাইল ছুড়ে সময়মতো উপযুক্ত জবাব দিয়েছে পাক বাহিনী। পাল্টা ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতীয়রা। সূত্র :ইনকিলাব