বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম-পোয়ামুহুরী নির্মান কাজ করছে সেনা বাহিনী
আলীকদম-পোয়ামুহুরী নির্মান কাজ করছে সেনা বাহিনী
আলীকদম প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে আলীকদম পোয়ামুহুরী সড়ক নির্মান কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ নির্মান প্রকৌশলী ব্যাটালিয়ন (ইসিবি)। আলীকদম উপজেলা সদর থেকে ৩৩ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি নির্মানে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। সেনা সদস্যরা। ২০০৪-০৫ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সড়কটির নির্মান কাজ শুরু হলেও পুর্ণাঙ্গ আলোর মুখ দেখেনি সড়কটি। মাত্র ৫ কিলো মিটার কাজ সম্পন্ন করার পর বন বিভাগের বাধার মুখে থেমে যায় সড়কটির নির্মান কাজ। অবশেষে ২০১৭ সালের মে মাসে সড়কটি নির্মানের জন্য ৩৭৪ কোটি টাকা অনুমোদন দেয় একনেক। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় সেনাবাহিনীর নির্মান প্রকৌশলী ব্যাটালিয়ান (১৭ ইসিবি)।
সেনাবাহিনী সূত্র থেকে জানা যায়, প্রকল্পের প্রধান কার্যক্রম গুলো হচ্ছে, ৮ লাখ ৭৬ হাজার ঘনমিটার মাটি কাটা, ১২ টি আরসিসি গার্ডার ব্রীজ, ১১টি কালভার্ট, ১০০ মিটার ওয়ার্টার ডেম (২/৩টি), ৯১৯ মিটার (১২টি) আরসিসি ব্রিজ নির্মাণ, ৭২ মিটার (১১টি) আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ৪৮ দশমিক ৩ কিলোমিটার সাইড ড্রেন নির্মাণ, ১৩১ দশমিক ৮৪ মিটার ৫৫টি ক্রস ড্রেন নির্মাণ, ১ হাজার ৮৫৪ মিটার রিটেইনিং ওয়াল, ব্রেস্ট ওয়াল ইত্যাদি নির্মাণ, ৯৫ মিটার বল্টা প্যালাসাইডিং প্রভৃতি। এছাড়াও প্রকল্পে ২০ হাজার ৬০০টি বৃক্ষ রোপণ এবং গবেষনা, প্রশিক্ষন ও উন্নয়ন খাতে বরাদ্ধ রয়েছে এই প্রকল্পে।
আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি আলীকদম উপজেলায় নবসৃষ্ঠ ৪নং কুরুক পাতা ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ স্থাপন ও স্থানীয় মুরুং উপজাতীদের উৎপাদিত কৃষি ও জুমজাত পণ্য বিপননে যুগান্তকারী ভূমিকা রাখবে।
সরেজমিনে দেখা গেছে, জানালীপাড়া, কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় তিনটি বাজারসহ, মসজিদ, মন্দির, গীর্জা, কেয়াং ও স্কুলসহ নানা সামাজিক স্থাপনা রয়েছে। কিন্তু সড়ক যোগাযোগ না থাকায় এসব এলাকার লোকজনের যাতায়াত, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও কৃষিজাত পন্য পরিবহসহ যোগাযোগের একমাত্র মধ্যম ছিল মাতামুহুরী নদী। কিন্ত নির্বিচার বন ধংসের ফলে পাহাড়ি পলি এসে নদীর নাব্যতা হারানোর কারণে যোগাযোগের এই মাধ্যমটির দিন দিন হুমকির মুখে পড়ে। এক কথায় দীর্ঘদিন ধরে উন্নত জীবন যাত্রা থেকে তৃণমূলের এই জনগোষ্ঠী বঞ্চিত হয়ে আসছে। তাই আলীকদম-পোয়ামুহুরী সড়ক ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
সড়কটির নির্মান কাজের অগ্রগতীর বিষয়ে জানতে চাইলে সড়কের প্রকল্প কর্মকর্ত মেজর রিজোয়ানুর রহমান রিকাবদার জানান, ইতিমধ্যে সড়কের ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পাহাড়ির রাস্তা হওয়ার কারণে বর্ষা মৌসুমে কাজ করা সম্ভব হয়না। যার কারণে প্রকল্পের কাজ কিছুটা বিঘি্নত হচ্ছে। এছাড়া এলাকাটি দুর্গম হওয়ায় নির্মান সামগ্রী পরিবহন খরচ পড়ছে অনেক বেশি। আমরা নতুন ডিপিপি সাবমিট করেছি। নতুন ডিপিপি অনুমোদন হলে আমরা আরো ভালভাবে কাজ শেষ করতে পারবো।