বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কমিউনিটি লাইভস্টক ওয়ার্কারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
রাঙামাটিতে কমিউনিটি লাইভস্টক ওয়ার্কারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবাায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় গৃহপালিত প্রাণি ও পাখিদের প্রাথমিক সেবা (টিকা প্রদান) বিষয়ে কমিউনিটি লাইভস্টক ওয়ার্কারদের ৫দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার ২৭ ফেব্রুয়ারি সকালে জেলা প্রাণীসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
প্রাণীসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্ত, ইউএনডিপি রাঙামাটির জেলা এফএফএস এক্সপার্ট একেএম আজাদ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, নানিয়ারচর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অমর জ্যোতি চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।
জেলার ১০টি উপজেলার ২০জন অংশ গ্রহণকারী কমিউনিটি লাইভস্টক ওয়ার্কারদের মাঝে প্রশিক্ষণ সরঞ্জমাদি বিতরণ করেন অতিথিবৃন্দরা।