রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » ৬ হাজার রোগীকে ফ্রি চিকিত্সা ও ঔষধ দিলেন ৪১ ডাক্তার
৬ হাজার রোগীকে ফ্রি চিকিত্সা ও ঔষধ দিলেন ৪১ ডাক্তার
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি:: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ২ জানুয়ারি শনিবার দিনব্যাপী ৪১জন ডাক্তার এলাকার ৬ হাজার গরীব, দুঃস্থ ও অসহায় রোগীদের ফ্রি চিকিত্সা ও ঔষধ দিয়েছেন৷
কাপাসিয়ার বেসরকারী প্রতিষ্ঠান মডিউল পলস্নী হাসপাতালের ব্যবস্থাপনায় এবং রায়েদ অন্বেষা সমাজ উন্নয়ণ সংস্থার সহযোগিতায় শনিবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, মডিউল সিটি হাসপাতালের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিত্সকগণ সকাল থেকে সন্ধ্যা পর্যনত্ম ফ্রি চিকিত্সা ক্যাম্পে বিভিন্ন রোগীদের ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন৷
২ জানুয়ারী শনিবার সকালে রায়েদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে টিকিত্সা ক্যাম্প উদ্বোধন করেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান৷
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. রম্নহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম তৌহিদুজ্জামান, রায়েদ ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ: হাই প্রমুখ৷
চিকিত্সা ক্যাম্পে আশপাশের ৫টি ইউনিয়নের ৬হাজার সাধারণ রোগীদের রক্তের গ্রম্নপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, চক্ষু , গর্ভবতী মা শিশুদের বিভিন্ন ধরনের পরীক্ষা এবং রিপোর্ট সহ ব্যবস্থা পত্র ও ঔষধ প্রদান করা হয়৷
আয়োজকরা জানান, রায়েদ অন্বেষা সমাজ উন্নয়ণ সংস্থা ফ্রি চিকিত্সা ক্যাম্পে জন্য ২লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন তাছাড়া মডিউল পলস্নী হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার ঔষধ সহ সকল ব্যয় ভার বহন করেন ৷ রায়েদ অন্বেষা সমাজ উন্নয়ণ সংস্থার শতাধিক সদস্য সেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করেন৷ ডাক্তারদের জন্য ছিল পৃথক ক্যাম্পে ২০টি বুথ (কক্ষ)৷ প্রতিটি বুথে ছিল প্রশিক্ষিত নার্স৷ ক্যাম্পে শিশু ও নারী রোগীদের সংখ্যা ছিল লক্ষনীয়৷