শুক্রবার ● ১ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন
বান্দরবানে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন
বান্দরবান প্রতিনিধি :: মহান মুক্তিযুদ্ধে আত্মদান কারি বাংলাদেশ পুলিশের বীর শহীদদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে।
আজ শুক্রবার (১ মার্চ) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইনে বীর শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বান্দরবান জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার।
মেমোরিয়াল ডে পালন কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান, বান্দরবান সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম, ওসি তদন্ত মো. এনামুল হক ভুইয়া, ওসি ডিবি মো.সাত্তার হোসেন, ট্রাফিক ওসি মো. সালাউদ্দিন মামুনসহ বান্দরবানে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পলিশ সুপার মো.জাকির হোসেন মজুমদার বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদান কারি বাংলাদেশ পুলিশের বীর শহীদদের স্মরণে ও আমাদের দেশে বিভিন্ন সময় দায়িত্ব পালনের তাদের জীবন দিয়ে দেশকে রক্ষাসহ দেশের মা বোনদের ইজ্জত রক্ষা করেছে এবং কঠিন পরিস্থিতিতে জীবনের পরোয়া করেনি বাংলাদেশ পলিশ। তাই সাহসী শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হচ্ছে।