শুক্রবার ● ১ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা
গাইবান্ধায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বামনডাঙা পুলিশ তদন্ত কেন্দ্রে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিপিএম। এছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সুন্দরগঞ্জ উপজেলার ইউএনও, থানার ওসি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং শহীদ পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তাগণ শহীদ পুলিশ সদস্যদের কর্তব্যনিষ্ঠার কথা স্মরণ করেন এবং উক্ত মামলার দ্রুত বিচারের দাবি করেন।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা আজ বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং দেশমাতৃকার জন্য পুলিশবাহিনী সদা প্রস্তুত। তিনি ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
সভার পূর্বে পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক তান্ডব চালায় জায়ামাত-শিবির। ওই উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।