শনিবার ● ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান জেলা এখন সকল মানুষের মনে স্থান করে নিয়েছে : বীর বাহাদুর
বান্দরবান জেলা এখন সকল মানুষের মনে স্থান করে নিয়েছে : বীর বাহাদুর
বান্দরবান প্রতিনিধি :: বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে সম্প্রীতির জেলা বান্দরবানে কোনো ধরনের হানাহানি মারামারি নেই বান্দরবানের মানুষ শান্তি প্রিয়র ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ তাই অন্য সকল জেলার চেয়ে সুনাম অর্জন করেছেন সম্প্রীতির বান্দরবান নামটি। পর্যটন নগরী বান্দরবান জেলা এখন সকল মানুষের মনে স্থান করে নিয়েছে। সারা বিশ্ব এখন বান্দরবানকে চিনে। তাই সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেল বন্ধন তৈরি করা দরকার বলে মন্তব্য করেন পার্বত্য চট্রগ্রাম বিয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শনিবার (২ মার্চ) সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন বান্দরবান ব্যাবসায়ী ঐক্য পরিষদ।
বান্দরবান ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো: গিয়াস উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বত্য চট্রগ্রাম বিষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রীর হাতে সংবর্ধনার উপহার সামগ্রী তুলে দেন ব্যাবসায়ী নেতারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার , পৌরভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী , আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচা প্রু মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান আবদ্দুল কুদ্দুস , পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও আওয়ামীগের মনোনিত সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী একে এম জাহাঙ্গীর প্রমূখ।