শনিবার ● ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আন্তঃজেলা মোটর বাইক চোর চক্রের আটক-৫
রাউজানে আন্তঃজেলা মোটর বাইক চোর চক্রের আটক-৫
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মোটর বাইক চুরিতে জড়িত একটি শক্তিশালী চোর চক্রের ৫ সদস্যকে অাটক করেছে রাউজান থানা পুলিশ। আজ শনিবার মধ্যরাতে ২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের সোনারগাঁও কমিউনিটি সেন্টারের সম্মুখ হতে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়।
এসময় আটককৃতরা হচ্ছে : উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের শফি মেম্বারের বাড়ীর বাচ্চু মিয়ার পুত্র মো. সাগর(২৩), একই ইউনিয়নের মৃত আবুল কাশেমের পুত্র মো. ফয়সাল (২৪), নোয়াপাড়া ইউনিয়নের শীলপাড়া মানিক শীলের বাড়ির মৃত অজয় শীলের পুত্র জিশু শীল (২৫), পিন্টু শীলের পুত্র লিটন শীল (১৯) ও হাটহাজারী পৌরসভার মীরারখীল গ্রামের মৃত হাজী মুন্সি মিয়ার পুত্র আহম্মদ মিয়া(২৬)।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো, জাবেদ মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তার সঙ্গীয় এসআই মহসীন রেজা সহ ফোর্স নিয়ে রাত্রীকালিন টহল সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাশ্ববর্তী উপজেলা রাঙ্গুনিয়া হতে দুটি মোটর বাইক চুরি করে চোর চক্রের সদস্যরা শহরমুখী পালিয়ে যাচ্ছে। এর পরই আমরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নোয়াপাড়া পথেরহাটস্থ চেকপোস্ট শুরু করি। রাত ২টার দিকে পূর্বদিক হতে আসা দুটি মোটরবাইকে থামানোর নির্দেশ দিলে তারা নির্দেশ অমান্য করে দ্রুতগতিবেগে পালিয়ে যায়। এসময় তাদেরকে পেছন থেকে ধাওয়া করে সোনারগাঁও কমিউিনিটি সেন্টারের সম্মখ হতে উপস্থিত জনতার সহায়তায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ হতে চোরাইকৃত নম্বরবিহীন একটি লাল রঙ্গের পালচার ও একটি সাদা-নীল রঙ্গের সুজুকি জিক্সার (যার নম্বর প্লেটে লেখা ‘চট্ট মেট্রো-ল ১১-৭৫৮৬’) উদ্ধার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আটককৃতরা আন্তঃজেলা মোটরবাইক চোর চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা তাদের চক্রের আরো নয়জন চোর সদস্যের নাম প্রকাশ করেন। তারা বিভিন্ন স্থান হতে মোটরবাইক চুরি করে পরে তা বিক্রি করে বলে জানাই। তাদের বিরুদ্ধে (৩৭৯,৪১১) ধারায় মামলা রুজু করা হয়েছে। বাকী অাসামী গ্রেফতারের চেষ্টা চলছে
এই অভিযান অব্যহত থাকবে।