রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝালকাঠিতে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা শুরু
ঝালকাঠিতে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা শুরু
ঝালকাঠি প্রতিনিধি :: ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়াতা প্রাদানের লক্ষে ঝালকাঠিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসএমই ফাউন্ডেশন ঝালকাঠিতে দ্বিতীয় বার এ মেলার আয়োজন করে।
আজ রবিবার বিকেলে ঝালকাঠি শিশুপার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. হামিদুল হক মেলার উদ্বোধন করেন। এর আগে শিশুপার্ক প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার আব্বাস আলী।
মেলায় পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্র্যাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালি পণ্য, এবং অন্যান্য দেশী পণ্য সামগ্রীর ৫২ টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে এ মেলা। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
মেয়েদের উত্ত্যক্ত করার জন্য নিষেধ করায় নৈশ প্রহরীকে পিটিয়ে আহত
ঝালকাঠি :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের দক্ষিন রাজাপুর এফ এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করেছে এলাকার বখাটে মো. গিয়াস ও মো. গোলাম আজমসহ অজ্ঞাত কয়েক যুবক।
অভিযোগে জানাজায় যে দক্ষিন রাজাপুর নিবাসী আঃ আজিজ সিকদারের ছেলে মো. সুলতান হোসেন সিকদার এফ এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নৈশ প্রহরী চাকুরি করেন। স্কুল চলাকালীন সময়ে এলাকার বখাটে মাদক সেবনকারী মো. গিয়াস ও মো. গোলাম আজম বিদ্যালয়ের রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার জন্য আড্ডা দেয় যাহা নৈশ প্রহরী মো. সুলতান সিকদার নিষেধ করেন । গত শনিবার বিদ্যালয় চলাকালীন সময়ে বখাটেদের রাস্তায় অহেতুক ঘোরাফেরা করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে রাত ৮.৪৫ মিনিটে রামদা ও রড নিয়ে নৈশ প্রহরীকে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে গুরুতর জখম করে। পাশের দোকানদারের ডাক চিৎকারে এলাকা-বাসী আসায় বখাটেরা পালিয়ে যায় এবং অচেতন অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। মো. গিয়াস ও মো. গোলাম আজম দক্ষিন রাজাপুর নিবাসী মৃত মো. আনোয়ার হোসেনের ছেলে। এলাকায় এই বখাটেরা নানা অপকর্ম করার অভিযোগ আছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেনের কাছে জানতে চাইলে বলেন লিখিত অভিযোগ পেয়েছি পরিদর্শক আব্দুর রউফকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।