রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনার চাপায় দুই শ্রমিক নিহত
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনার চাপায় দুই শ্রমিক নিহত
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের রামপালে নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারের নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শ্রমিক। নিহতরা হলেন, এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯)। আহত হয়েছেন মো. সোহানুর (২৪)। হতাহতদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে। আহত মো. সোহানুর এর অপারেশন শেষে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন,‘রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি লোহার ভারি কন্টেইনার হঠাৎ করে কাত হয়ে তিন নির্মান শ্রমিকের গায়ের উপর পড়ে যায়। এতে নায়েব আলী ও ফিরোজ নামে দুজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। সোহানুর নামে অপর একজন গুরুতর আহত হন।
নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আহত সোহানুরকে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান নিহতদের পরিবারকে ক্ষতিপুরন বাবদ অর্থ প্রদান করবে। ভবিষ্যতে আরও বেশি সতর্ক হয়ে কাজ করার কথা ব্যক্ত করেন তিনি।