সোমবার ● ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে চেয়ারম্যান পদে আলোচনায় তিন প্রার্থী
বিশ্বনাথে চেয়ারম্যান পদে আলোচনায় তিন প্রার্থী
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮ই মার্চ। উপজেলার সর্বত্র এখন বিরাজ করছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার প্রচারণা ও ভোটারদের মন জয় করতে রাতদিন গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে চেয়ারম্যান পদে চার জন প্রার্থীর মধ্যে মূল আলোচনায় রয়েছেন তিন জন প্রার্থী। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্টিত এবারের উপজেলা নির্বাচনে জনসাধারণের মধ্যে অনেকটা উৎসাহ দেখা দিয়েছে। তবে নির্বাচনে বিএনপি না থাকলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই বিএনপি নেতা প্রার্থী থাকায় অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন ‘নৌকা’ প্রতীক নিয়ে আওয়ামী লীগের একক প্রার্থী এসএম নুনু মিয়া। এমনটাই মনে করছেন অনেকেই। পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদেও বিএনপি সমর্থক বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। তাই আওয়ামী লীগ সমর্থিত একক ভাইস চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জুলিয়া বেগমও রয়েছেন ভালো অবস্থানে।
এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করলেও নির্বাচনে চেয়ারম্যান পদে ‘কাপ-পিরিচ’ প্রতীকে প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী ও ‘আনারস’ প্রতীকে প্রার্থী হয়েছেন যুক্তরাজ্য বিএনপির কলচেষ্টার শাখার সভাপতি মিছবাহ উদ্দিন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন বিএনপি সমর্থক প্রার্থী রয়েছেন। দুটি ভাগে বিভক্ত উপজেলা বিএনপির নেতাকর্মীদের একটি বড় অংশ রয়েছেন সুহেল আহমদ চৌধুরীর সঙ্গে। বর্তমান চেয়ারম্যান হিসেবে জনসাধারণের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
এদিকে, একজন আদর্শ ব্যাক্তি হিসেবে সর্বমহলে পরিচিত মিছবাহ উদ্দিনের সঙ্গে রয়েছেন উপজেলা বিএনপির মূল অংশের নেতৃকর্মীরা। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ যার যার অবস্থানে থেকে এই দুই প্রার্থীর পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে জাতীয় পার্টি ও জামায়াত ঘরানার ভোট টানতে পারলে তাদের দুজনের মধ্যে মিছবাহ উদ্দিনের এগিয়ে যাওয়ার অনেকটা সুযোগও রয়েছে বলে মনে করছেন অনেকেই।
অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের ভেতরেও গ্রুপিং দ্বন্ধ থাকলেও নৌকা’র প্রার্থী এস এম নুনু মিয়ার বিজয় নিশ্চিত করতে দুটি গ্রুপের নেতাকর্মীরা একাট্রা হয়ে নিজ নিজ অবস্থান থেকে মাঠে কাজ করে যাচ্ছেন।
এছাড়া চেয়ারম্যান পদে ‘মিনার’ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী রুহুল আমীন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- জেলা বিএনপির সদস্য ও বর্তমান ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন (মাইক), উপজেলা আওয়ামীলীগ মনোনিত উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (তালা), আওয়ামী লীগ নেতা নোয়াব আলী (গ্যাস সিলিন্ডার), উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (বই), জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ (চশমা), বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম (টিউবয়েল), ছাত্রদল নেতা জুবেল আহমদ (উড়োজাহাজ) ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল (টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীস (পাখা), উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলিয়া বেগম (কলস), সিলেট জেলা বিএনপির মহিলা নেত্রী নাজমা বেগম (প্রজাপতি), নুরুন্নাহার ইয়াসমিন (ফুটবল) ও নেহার বেগম পেয়েছেন (পদ্মফুল)।