বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » সংসদে দেয়া বক্তব্যে চলমান আন্দোলনের মুখে এমপি বাসন্তী চাকমা’র প্রতিক্রিয়া
সংসদে দেয়া বক্তব্যে চলমান আন্দোলনের মুখে এমপি বাসন্তী চাকমা’র প্রতিক্রিয়া
খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমার বক্তব্যের প্রতিবাদে বিগত তিন দিনের কর্মসূচিতে সোমবার মাটিরাঙায় আয়োজিত বড়োসড়ো বিক্ষোভ সমাবেশে এমপি বাসন্তী চাকমা’র নিজের দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন বিপুল সংখ্যক। সোমবার উপজেলায় সচেতন উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় আওয়ামীলীগ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ করা হয়।
বাসন্তী চাকমা গতকাল মঙ্গলবার তাঁর বক্তব্যের প্রতিক্রিয়ায় সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সুসময়ে এসে দুঃসময়ের কথা ভুলে গেলে চলবে না। পাহাড়ের তৎকালীন সময়ের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে প্রসঙ্গটি তুলে ধরেছি। কাউকে ছোট কিংবা অপমান করতে এটি করা হয়নি। আমার নিজের পরিবারের মতো পাহাড়ের মানুষদের নিয়ে আমি কাজ করবো। হয়তো বিষয়টি অনেকের কাছে নেতিবাচক ঠেকেছে। এটি সবাই স্বীকার করবেন, পাহাড়ের সমৃদ্ধি-সহাবস্থান আর শান্তি আওয়ামীরীগের আমলেই সূচিত এবং সেটি চলমান রয়েছে।
তিনি টেলিফোনে সাংবাদিকদের জানান, আমি আগেও পাহাড়ি-বাঙালি সকলকে সমানভাবে দেখেছি। ভবিষ্যতেও যাতে সে পথে থাকতে পারি সেটাই প্রত্যাশা রাখবো। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার আদর্শই আমার এবং আমাদের রাজনৈতিক আদর্শ ও চেতনার পাথেয়।
বাসন্তি চাকমা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বাসন্তি চাকমাকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবি জানান। তিনি বলেন, বাসন্তি চাকমা ক্ষমা না চাইলে তাকে পাহাড়ে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
তাঁর সাথে সুর মিলিয়ে একই ধরনের কঠোর মনোভাব প্রকাশ করেছেন, মাটিরাঙা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা হিরণজয় ত্রিপুরা, উপজেলা আওয়ামলিীগের সা: সম্পাদক সুবাস চাকমা এবং মাটিরাঙা পৌর আওয়ামীলীগের সা: সম্পাদক আলাউদ্দিন লিটন।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারী জাতীয় সংসদের অধিবেশনে পার্বত্য শান্তি চুক্তি পূর্ববতী সময়ে পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী ও পাহাড়ের অংশীজনদের নিয়ে বিরূপ মন্তব্য করে বির্তকের জন্ম দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা।