বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত-১ : অাহত-৪
রাউজানে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত-১ : অাহত-৪
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে রাউজান-কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া এলাকায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া ‘পাইওনিয়ার হাসপাতালে ‘ভর্তি করানো হলে, এতে দুই জনের অবস্থা গুরুতর হওয়া পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
নিহত রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার মধ্যম নোয়াগাঁও মো. নাজিম উদ্দিনের মেয়ে শাহিদা অাক্তার (১০) সেই ততৃীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানাগেছে।
এসময় গুরুত্বর অাহতরা হলেন : নিহত শাহিদার মা, ফূফু, চাচা, অাছিয়া বেগম (৬৭) ফাতেমা অাক্তার(৩০) মো. নঈম উদ্দিন (৩৮) ও রাউজান গচ্চি এলাকার সিএনজি চালক মো. বক্কর (৩২)।
এসময় ঘটনাস্থলে পরিদর্শন করেন, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ, চুয়েটে পুলিশ ফাঁড়ি ইনর্চাজ এসঅাই ইমতিয়াজ, ও রাঙ্গুনিয়া ফায়ারসার্ভিস একটি দল। দুর্ঘটনা কবলিত সিএনজি (চট্টগ্রাম-থ,১১,০৭১৪) উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পিকআপ ভ্যানচালক ও গাড়িটি পালিয়েছে বলে জানাগেছে।
জানা যায় সিএনজি করে যাত্রীরা গচ্চি একটি ওরস থেকে আত্মীয় বাড়ি থেকে রাঙ্গুনিয়া যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
অন্যদিকে সকাল ৮টার রাউজান কাপ্তাই-সড়কে মিয়ার ঘাটা এলাকায় মাদার্শা মডেল স্কুলের একটি মাইক্রোবাস অপর একটি সিএনজি কে সাইড দিতে গিয়ে খাদে পড়ে গুরুত্বর অাহত হয় ২ জন, এসময় অারো ১৫ জন শিক্ষার্থী অক্ষত অবস্থায় গাড়ীর ভিতর থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।