রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফল - পিসিজেএসএস
রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফল - পিসিজেএসএস
৩ জানুয়ারী ২০১৬ তারিখ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস(সন্তু গ্রুপ)এর সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,বিগত ৩০ ডিসেম্বর ২০১৫ রাঙামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের কর্তৃক ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আহুত রাঙামাটি পার্বত্য জেলায় আজকের (রবিবার) সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি পার্বত্য জেলার সড়ক ও জলপথের সকল প্রকার যানবাহনের মালিক ও চালক সমিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিকসহ সর্বস্তরের পাহাড়ি-বাঙালি জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছে। পিসিজেএসএস এর সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দাবী করেন বরকল উপজেলার জগন্নাথছড়া বিজিবি ক্যাম্পের সুবেদার আকরাম এবং কাপ্তাই উপজেলার রাইখালীতে ক্ষমতাসীন দলের কতিপয় সদস্য কর্তৃক জনসংহতি সমিতির সদস্যদের হুমকি-ধামকি ও অবরোধ ভাঙ্গার অপচেষ্টা ব্যতীত এই সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচি চলাকালে জেলার সড়ক ও জলপথের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। (সংবাদ বিজ্ঞপ্তি)