বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা উদয় নিহত
বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা উদয় নিহত
বাঘাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সংগঠক উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কেধন (৪০) কে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ ।
আজ বৃহস্পতিবার ৭মার্চ সকাল ১১টার দিকে সাংগঠনিক কাজে যাবার পথে উপজেলার বঙ্গলতলী ইউপি’র বি-ব্লক এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী উদয় বিকাশ চাকমার ওপর ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার শিকার উদয় বিকাশ চাকমা বঙ্গলতলী বি-ব্লক গ্রামের শশধর চাকমার ছেলে। তিনি বঙ্গলতলী ইউনিয়নের প্রাক্তন মেম্বার ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন শেষে ইউপিডিএফ-এ যোগদান করে সংগঠকের দায়িত্ব পালন করছিলেন।
ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে জেএসএস (সংস্কার) গ্রুপকে দায়ি করা হয়েছে। এতে অবিলম্বে উদয় বিকাশ চাকমার খুনী সংস্কারবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ মনজুর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ঘটনার এখনো পর্যন্ত কোন মামলা হয়নি বলে ওসি জানান।